আদর্শ শাসকঃ
লিখেছেন লিখেছেন আপোষহীন জনতা ২০ আগস্ট, ২০১৩, ০৬:১০:৩১ সন্ধ্যা
হজরত আবু বকর রাঃ তার ইন্তেকালের পূর্বক্ষণে পরিবার পরিজনকে বল্লেন, অনুসন্ধান করে দেখ খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পর আমার সম্পত্তি কোন প্রকারে বৃদ্ধি পেয়েছে কিনা? খোজ খবর নিয়ে জানা গেল খলিফা হওয়ার পর তার একটি হাবশী সেবক, যে শিশুদের দেখা-শুনা এবং মুসলমানদের তরবারী পরিষ্কার করত, পানি আনার একটি উষ্ট্রী এবং এক টাকা চার আনা মূল্যের একটি চাদর বৃদ্ধি পেয়েছে।হিসাব শুনে নির্দেশ দিলেন আমার মৃত্যুর পর এগুলো পরবর্তী খলীফার নিকট পৌচিয়ে দিও।
ইন্তেকালের পর উপর্যুক্ত বস্তুগুলো হজরত ওমর রাঃ নিকট উপস্থিত করা হলে তিনি ক্ঁেদে ফেললেন এবং বলতে লাগলেন হে আবু বকর আপনি আপনার স্থলাভিষিক্তদের দায়িত্ব অত্য্ন্ত কঠিন করে গেলেন।
( জীবন সায়াহ্নে মানবতার রুপ, পৃঃ ৩৫)
বিষয়: বিবিধ
১৩৪২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন